Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত

॥হেলাল মাহমুদ॥ মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে গতকাল ১৪ই ফেব্রুয়ারী সকালে পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে ‘বসন্ত উৎসব-১৪২৬’-এর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টিআইবি-সনাকের সভাপতি শংকর চন্দ্র সিনহা, জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক দিলসাদ বেগম তার বক্তব্যে বলেন, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস দু’টিই এখন আমাদের দেশে পালিত হয়। আনন্দঘন এই দিনে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। পহেলা ফাল্গুন বা বসন্তবরণ উৎসবটা আমরা বারো মাসের তেরো পার্বণের অন্যতম রঙিন একটি উৎসব হিসেবে পালন করে থাকি। আমাদের সবার জীবন যাবে বসন্ত উৎসবের মতো রঙিন হয় সেই শুভকামনা রইলো।
অনুষ্ঠানে শাহীনূর বেগম পপি, জান্নাতুল ফেরদৌস মিমি, চপল স্যান্যাল, নিজাম আনসারী, মামুন খান, ফাহমিদা জামান তন্নি, সাদমান জামান রাফি, সাফা মণিসহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।