Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সাংস্কৃতিক সংগঠক সমাজকর্মী রিন্টুকে চিরদিন স্মরণ করবে রাজবাড়ীবাসী

॥রফিকুল ইসলাম॥ মেজবাহ উল রিন্টু ছিলেন প্রকৃতি, স্বদেশ ও মানবপ্রেমের অনুপম আদর্শ, সমাজ হৈতষী, সাংস্কৃতিক সংগঠক এবং প্রগতিশীল ব্যক্তিত্ব। রাজবাড়ীবাসী চিরদিন তাকে মনে রাখবে।
গতকাল ১৪ই ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী শহরের বকুলতলায়(আদর্শ মহিলা কলেজের বিপরীতে) আয়োজিত শোকসভায় বক্তাগণ এ কথা বলেন।
আয়োজক কমিটির আহ্বায়ক ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে শোকসভায় রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, টিআইবি-সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নূরুজ্জামান, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ দেবাহুতি চক্রবর্তী, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ শফিকুল আজম মামুন, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ্বাস, জেলা মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার, সাধারণ সম্পাদক সবিতা চন্দ, ডাঃ পূর্ণিমা দত্ত, রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী শেখর, সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার তাহিরা হাসান কাজল, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের(আরডিএ) সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের (বাস মালিক সমিতি) সাধারণ সম্পাদক মুরাদ হাসান, শিশুরাজ্য কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ, ডাঃ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক মিরুনা বানু মুন, বিজ্ঞান চেতনা’র আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, এনসিটিএফের ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার সাদমান সাকিব রাফি, কাজী আব্দুল মোহন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, অকাল প্রয়াত মেজবাহ উল করিম রিন্টু ছিলেন প্রকৃত একজন দেশপ্রেমিক। সবসময় সমাজের ভালো চাইতেন। সকলকে ভালো কাজে উদ্বুদ্ধ করতেন। বৃক্ষরোপণ, বিতার্কিক তৈরী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। ত্যাগী ও জনদরদী এই সমাজকর্মী চিরদিন রাজবাড়ীবাসীর হৃদয়ে থাকবেন।
অনুষ্ঠানে সকলের দাবীর প্রেক্ষিতে পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী শহরের বড়পুল থেকে আনসার ক্যাম্প পর্যন্ত সংযোগ সড়কটি প্রয়াত মেজবাহ উল করিম রিন্টু’র নামে নামকরণ করার ঘোষণা দেন।