Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জৌকুড়ার মোজাহার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির-অপারেশন

॥এম. মনিরুজ্জামান॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়ার মোজাহার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ও অপারেশন করা হয়েছে।
দুই দিনব্যাপী এই চক্ষু শিবিরের ২য় দিনে গতকাল ১৪ই ফেব্রুয়ারী রাজবাড়ী শহরের পাবলিক হেলথ এলাকার রাজবাড়ী চক্ষু ক্লিনিকে বাছাইকৃত ৭জন চক্ষু রোগীর ছানী, নেত্রনালী ও মাংস বৃদ্ধির অপারেশন করা হয়। এছাড়া চক্ষু শিবিরে বাছাইকৃত আরও ১৮জনের চোখের ছানী অপারেশন করা চলতি মাসের মধ্যেই করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে জৌকুড়াস্থ মোজাহার হোসেন ফাউন্ডেশনের অফিস প্রাঙ্গণে দুই দিনের চক্ষু শিবিরে ৮শত চক্ষু রোগীকে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
মোজাহার হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ বতুল রহমান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু কনসালটেন্ট ডাঃ আমজাদ হোসেন, জুনিয়র কনসালটেন্ট ডাঃ কামরুল হাসান এবং ডাঃ মোখলেসুর রহমান আগত চক্ষু রোগীদের চিকিৎসা দেন।
এই চক্ষু শিবির ও অপারেশনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোজাহার হোসেন ফাউন্ডেশনের সেক্রেটারী ও সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাওছারুল ফেরদৌস।