সদ্য বদলী হওয়া রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসান এবং পাংশা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সাদীয়া শাহনাজ খানমকে এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন জেলা শাখার পক্ষ থেকে গতকাল ১৩ই ফেব্রুয়ারী সন্ধ্যায় জেলা প্রশাসকের অফিস কক্ষে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এ সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) খন্দকার মুশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোহাম্মদ মোবাশ্বের হাসানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে এবং সাদীয়া শাহনাজ খানমকে ঢাকার মতিঝিল রাজস্ব সার্কেলে সমপদে বদলী করা হয়েছে -মাতৃকণ্ঠ।
রাজবাড়ীর এডিএম ও পাংশার এসিল্যান্ডকে বিদায়ী সংবর্ধনা
