॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে গতকাল ১১ই ফেব্রুয়ারী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরীর সহধর্মিনী আনজুমান আরা খান চৌধুরী, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু, পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমিন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন ও মোহাম্মদ আব্দুর রউফ, কোষাধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও প্রভাষকবৃন্দ, কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষকগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী জাতীয় পতাকা ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু অলিম্পিক পতাকা উত্তোলন করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আতাউল হক খান চৌধুরী।
বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও তার সহধর্মিনী মিসেস সাঈদা হাকিমকে মুজিববর্ষ ক্রিস্টাল ক্রেস্ট উপহার প্রদান করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথিবৃন্দকেও ক্রেস্ট উপহার প্রদান করা হয়।