॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ)’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী মেজবাহ উল করিম রিন্টু(৪৫) আর নেই।
গতকাল ৯ই ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ বড়পুল বকুলতলা এলাকার নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ আব্দুল খালেক জানাযাতে ইমামতি করেন। জানাযাতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে।
জানা গেছে, দুই বছর আগে মেজবাহ উল করিমের শরীরে কোলন ক্যান্সার রোগ ধরা পড়ে। ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার টাটা হাসপাতালে ৯ মাস চিকিৎসাধীন থেকে কিছুদিন আগে তিনি দেশে আসেন। মৃত্যুকালে তিনি ৯ ভাই, ২ বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে জেলার সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মেজবাহ-উল করিম রিন্টুর অকাল মৃত্যুতে সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান এবং দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, মেজবাহ-উল-করিম রিন্টু একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুনসুর-উল করিমের ছোট ভাই। রিন্টু আরডিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর জাতীয় পরিষদ সদস্য ও রাজবাড়ী জেলা সংসদের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বৃক্ষ রোপণসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
উদীচীর শোক প্রকাশ ঃ মেজবাহ উল করিম রিন্টু’র অকাল মৃত্যুতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ এবং রাজবাড়ী জেলা সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
গতকাল ৯ই ফেব্রুয়ারী সন্ধ্যায় জেলা উদীচীর সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে বলা হয়-বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রকৃতিপ্রেমিক ও সমাজসেবক মেজবাহ উল করিম রিন্টু’র মৃত্যুতে রাজবাড়ীবাসী হারালো একজন দেশপ্রেমী মানবদরদী মানুষকে। তার অভাব সর্বদাই সমাজে অনুভূত হবে। তার মৃত্যুতে রাজবাড়ী উদীচী পরিবার গভীরভাবে শোকাহত।