Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ার কসমেটিক্সের দোকানী শফিক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন পালিত

॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার কসমেটিক্সের দোকানী শফিক সরদার(৩০) হত্যার বিচার চেয়ে মানববন্ধন পালিত হয়েছে।
নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে গতকাল ৯ই ফেব্রুয়ারী সকালে দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে মহাসড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে নিহত শফিক সরদারের পিতা ইসলাম সরদার, স্ত্রী সুরাইয়া বেগম, ভাই শহিদ সরদার, চাচা ইউনুছ সরদার, বন্ধু শহিদুল, স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ শফিককে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।
উল্লেখ্য, দক্ষিণ দৌলতদিয়া আদু মাতুব্বরের পাড়ার ইসলাম সরদারের ছেলে শফিক সরদার এলাকার ছালাম শেখের মুদী দোকান থেকে বাকীকে সিগারেট খেত। ঘটনার কয়েকদিন আগে সে তার ভাতিজাকে ১০০ টাকার একটি নোট দিয়ে ছালাম শেখের দোকান থেকে সিগারেট আনতে পাঠায়। ভাতিজা সিগারেট আনতে গেলে ছালাম শেখ পূর্বের বকেয়া(শফিকের কাছে) ৬০ টাকা কেটে রাখে। এই বাকী টাকা কেটে রাখাকে কেন্দ্র করে ছালামের সাথে সফিকের তর্কাতর্কি হয়। এর জেরে গত ৯ই জানুয়ারী রাত ৯টার দিকে শফিক দৌলতদিয়া বাজারস্থ নিজের কসমেটিক্সের দোকান থেকে মোটর সাইকেলে করে বাড়ী ফেরার পথে গ্রেফতারকৃত কাদের শেখের বাড়ীর সামনে ছালাম শেখসহ কয়েকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সবশেষ ঢাকায় নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শফিকের মৃত্যু হয়।