Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ার শেখ আনছার আলী ইসলামী একাডেমীতে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ায় অবস্থিত শেখ আনছার আলী ইসলামী একাডেমীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ই ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
বিদ্যালয়ের ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণ করে। ৯টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা এবং ১৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রার্থীদের মধ্যে ৭ম শ্রেণীর আকলিমা ১ম, ৮ম শ্রেণীর আকাশ ২য়, ৫ম শ্রেণীর হানিফ শেখ ৩য়, ৫ম শ্রেণীর আশা আক্তার ৪র্থ, ৮ম শ্রেণীর কুরবান সর্দার ৫ম, ৭ম শ্রেণীল নিগার সুলতানা ৬ষ্ঠ, ৬ষ্ঠ শ্রেনীর রায়হান ৭ম, ৫ম শ্রেণীর সম্রাট ৮ম এবং ৭ম শ্রেণীর লিজা ৯ম হয়ে জয়লাভ করে।
নির্বাচন চলাকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে একে একে ভোট প্রদান করছে। একটি কক্ষের ভিতরে ভোটদানের গোপন বুথ ও স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হচ্ছে। প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, পর্যবেক্ষক ও নিরাপত্তা কর্মী হিসেবে শিক্ষার্থীরাই দায়িত্ব পালন করছে।
শেখ আনছার আলী ইসলামী একাডেমীর সুপার শেখ আঃ হাকিম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা আনন্দের সাথে নিজেরাই নির্বাচন পরিচালনা করছে। নির্বাচিতদের পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া-সংস্কৃতি, পানি, বৃক্ষ রোপন-বাগান তৈরী, বিজ্ঞান-তথ্য প্রযুক্তি, ধর্ম, অভ্যর্থনা-আপ্যায়ন বিষয়ক মন্ত্রী বানিয়ে দায়িত্ব দেয়া হবে।