॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সরকারী কলেজের আয়োজনে গতকাল ৭ই জুন কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর এ.এম জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী খান, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ছবদার হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ জয়নাল আবেদীন, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ফকরুজ্জামান মুকুট, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সরোয়ার মোর্শেদ খান, যুগ্ম-সম্পাদক(একাডেমী) আলী আহম্মেদ এবং যুগ্ম-সম্পাদক(ক্লাব) মোঃ আরিফুর রহমানসহ কলেজের শিক্ষক মন্ডলী ও আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজবাড়ী সরকারী কলেজ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইলিয়াছ মোল্লা।
রাজবাড়ী সরকারী কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত
