Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী কিন্ডার গার্টেনে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

॥শেখ মামুন॥ রাজবাড়ী কিন্ডার গার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণ গতকাল ৮ই ফেব্রুয়ারী দুপুরে শহরের কলেজপাড়াস্থ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী খান। এ সময় অন্যান্য অতিথিগণসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশাপাশি কিন্ডার গার্টেন স্কুলগুলো মানসম্মত শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। রাজবাড়ী কিন্ডার গার্টেন ফলাফলসহ সার্বিক দিক দিয়ে জেলার অন্যতম সেরা একটি স্কুল। মুজিববর্ষকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে তুলে ধরতে হবে, যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণটাই বড় কথা। শিক্ষার্থীদের মন দিয়ে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। তাহলে শরীর ও মন সুস্থ থাকবে। আলোচনা পর্বের শেষে অতিথিগণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।