Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইসলামের অপব্যাখ্যাকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে —পুলিশ সুপার মিজানুর রহমান

॥শেখ মামুন॥ রাজবাড়ী শহরের পুলিশ লাইনস্ সংলগ্ন নতুন বাজারের পৌর মার্কেট চত্বরে গতকাল ৭ই ফেব্রুয়ারী ১ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার বক্তব্য রাখেন।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলীর ফুরফুরা দরবার শরীফের পীর ড. মেহরাব সিদ্দিকী আল কুরাইশী।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন ফুরফুরা শরীফের সৈয়দ মোঃ মঈনউদ্দিন ওরফে কাওছার হোসাইন।
অন্যান্যের মধ্যে পাংশার শাহ্জুঁই কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. খন্দকার মোঃ মাহবুবুর রহমানসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ ওয়াজ করেন।
মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি হাজী মোঃ তোয়াহা সিদ্দিকীর সভাপতিত্বে এবং ১নং পৌর কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আরিফুজ্জামানের পরিচালনায় ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিঃ মনিরুজ্জামান খানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার বলেন, বিগত ২০ বছর আগে ধর্মপ্রাণ মুসলমানদের ভুল বুঝিয়ে এ দেশে জঙ্গীবাদের উত্থান ঘটে। তারা শহীদ মিনারসহ বাঙালী জাতির বিভিন্ন সংস্কৃতি নিয়ে বিভ্রান্তি সৃষ্টিসহ বোমাবাজী, মানুষ খুনের মতো অনেক অপকর্ম করা শুরু করে। বাংলাদেশ পুলিশ জীবন বাজী রেখে তাদেরকে দমন করেছে। এ ক্ষেত্রে ইসলামের সঠিক ব্যাখ্যা দেয়ার ব্যাপারে আলেম-ওলামা ও ইমামদের বিশেষ ভূমিকা রয়েছে।
তিনি সকলকে ইসলামের অপব্যাখ্যাকারীদের ব্যাপারে সতর্ক থেকে সঠিকভাবে ধর্ম চর্চা ও জীবন-যাপনের অনুরোধ জানান।
বিকাল থেকে শুরু হয়ে প্রায় মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।