॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ আগামী ১৩ই ফেব্রুয়ারী সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বসন্ত উৎসব উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ঠা ফেব্রুয়ারী আমিরামের শারজা শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় আমিরাত বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াকুব মল্লিকের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সমিতি দুবাই’র আহ্বায়ক আব্দুস সবুর, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন, শারজা বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গণি চৌধুরী, বসন্ত উৎসবের সমন্বয়কারী শফিকুল ইসলাম, মিরসরাই সমিতির সাবেক সভাপতি মাজহারুল্লাহ মিয়া, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাসেম, চট্টগ্রাম সমিতি উত্তর আমিরাতের সাংগঠনিক সম্পাদক মীর আহমদ, জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, প্রবাসী সাংবাদিক সমিতির সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, সাংবাদিক শিবলী আল সাদিক, বাংলাদেশ শিল্পী সমিতি ইউএই’র সভাপতি জাবেদ আহমেদ মাসুম, ছড়াকার লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আমিরাতে বসন্ত উৎসব উদযাপনের প্রস্তুতি সভা
