Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৮৩ পরীক্ষার্থী

॥স্টাফ রিপোর্টার॥ সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলাতে গতকাল ৩রা ফেব্রুয়ারী থেকে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের(দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে।
জেলার ৫টি উপজেলার মোট ১২৬৯১ জন পরীক্ষার্থীর মধ্যে গতকালের প্রথম দিনের পরীক্ষায় ১২৬০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে প্রথম দিন কোন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি। তবে কর্তব্য পালনে অবহেলার দায়ে বালিয়াকান্দি কলেজের দাখিল পরীক্ষা কেন্দ্রের ৬জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
জেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম দিনে বাংলা ১ম পত্র বিষয়ের ৯৮৮৮ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ৯৮৪২ জন, কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের ১৬৮০ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে ১৬৪৯ জন এবং বাংলা ২য় পত্র বিষয়ের ৩২৯ জন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীর মধ্যে ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এসএসসি, দাখিল ও ভোকেশালে যথাক্রমে ৪৬, ৩১ ও ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।
গতকাল ৩রা ফেব্রুয়ারী পরীক্ষার প্রথম দিনে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম রাজবাড়ীর শ্রীপুর লজ্জাতুন নেছা মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন পরিদর্শন করেন।

উল্লেখ্য, এ বছর ২১টি মূল কেন্দ্র ও এর আওতাধীন ৯টি ভেন্যুতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা সংশ্লিষ্ট এলাকায় লাল পতাকা টানানোসহ ১৪৪ ধারা জারী থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্র ও ভেন্যুতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।