Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ দুলালের মা জরিনা বেগমের ইন্তেকাল

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের ভাজনচালা গ্রামের বাসিন্দা প্রয়াত পুলিশ কর্মকর্তা মোঃ আব্দুল করিম মোল্লার সহধর্মিনী, ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ ও জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল মা এবং পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন মিয়ার শাশুড়ি জরিনা বেগম গতকাল ৩রা ফেব্রুয়ারী ভোর সাড়ে ৫টার দিকে শহরের বেড়াডাঙ্গা ৩নং সড়কস্থ তোফাজ্জেল হোসেন মিয়ার বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থ্যতার কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সোমবার বিকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযার নামাজ শেষে তার মরদেহ ধুঞ্চি ২৮ কলোনী গোরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে মরহুমার রূহের মাগফেরাত কামনা করে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবু, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, মরহুমার ছেলে এবিএম মঞ্জুরুল আলম দুলাল ও জামাতা তোফাজ্জেল হোসেন মিয়া বক্তব্য রাখেন। জানাযার নামাজে ইমামতি করেন বিনোদপুর ভাজনচালা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইলিয়াছ আলী মোল্লা।
বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন।