Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর বসন্তপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের কোলার হাট আঞ্চলিক শাখার উদ্বোধন

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কোলার হাট আঞ্চলিক শাখার উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৩১শে জানুয়ারী বিকালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলার হাট বাজারে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু।
কোলার হাট আঞ্চলিক শাখার সভাপতি আবু বক্কর মুন্সি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাজাহান সান্টু, বিশেষ অতিথি হিসেবে বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মান্নান মিয়া, সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা মীর্জা ফরিদুজ্জামান হাবিবুল, কোলার হাট আঞ্চলিক শাখার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লালন শেখ, সংগঠনের সমন্বয় কমিটির সভাপতি আকবর আলী ব্যাপারী, সাধারণ সম্পাদক ইসমাঈল কাজী, অন্যান্যের মধ্যে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব সরদার, সাংগঠনিক সম্পাদক শাজাহান মোল্লা ও ধর্মীয় সম্পাদক শাহীন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু বলেন, নির্মাণ শ্রমিকদের অবজ্ঞার চোখে দেখা ঠিক নয়। স্থাপনা-অবকাঠামোসহ সকল ধরনের নির্মাণ কাজে তাদের গুরুত্ব অপরিসীম। ব্যক্তিগতভাবে আমি নির্মাণ শ্রমিকদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। নির্মাণ শ্রমিকদের যে কোন সমস্যা নিয়ে আমার কাছে এলে আমি অগ্রাধিকার দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবো।
জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাজাহান সান্টু বলেন, কোলার হাট আঞ্চলিক শাখার উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের নির্মাণ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সহজ হবে।
তিনি জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, কোন নির্মাণ শ্রমিক অনাহারে থাকবে না। বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না। তাদের ছেলেমেয়েরাও লেখাপড়ার সুযোগ পাবে। এ জন্য নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকবে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। মাদকমুক্ত থাকতে হবে।
সাধারণ সম্পাদক লালন শেখ বলেন, সকল নির্মাণ শ্রমিককে সংগঠনের সদস্য হতে হবে। সদস্য না হলে কেউ সংগঠনের কোন সুবিধা পাবে না। কেউ সংগঠনের নিয়ম বহির্ভুত কাজ করলে তার সদস্যপদ বাতিল করা হবে। নিয়মিত চাঁদা পরিশোধ করাসহ সংগঠনের যে কোন কর্মসূচীতে অংশগ্রহণ করতে হবে। যারা নিয়মিত চাঁদা পরিশোধ করবে এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকবে তাদেরকে সংগঠন থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুল মতিন। এ সময় বসন্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইকলাছ বিশ্বাস ও মোতালেব মোল্লা, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নূরুল ইসলাম নূরু, খানখানাপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল শেখ, কোলার হাট আঞ্চলিক শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও চাঁন মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর সরদার, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ মুন্সি ও মোমিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাসান শেখ, প্রচার সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ নির্মাণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।