Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ২১তম বার্ষিক সদস্য সভা গতকাল ৩০শে জানুয়ারী দুপুরে সদর উপজেলার চরবাগমারাস্থ সমিতির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি কোবাদ হোসেনের সভাপতিত্বে সভায় ভারপ্রাপ্ত জিএম আক্তার হোসেন, পরিচালনা বোর্ডের সহ-সভাপতি দ্বীজেন্দ্রনাথ দাস, সচিব ও এলাকা পরিচালক ছালাম আল মাসুদ, কোষাধ্যক্ষ প্রভাতী রাণী দাস, এলাকা পরিচালক ফিরোজ শেখ, নূরুজ্জামান চাঁদ, আব্দুল লতিফ বিশ্বাস, আরিফুর রহমান, মিলন কুমার রায় ও আবু হাসনাত মোঃ এহসানুল খান প্রমুখ বক্তব্য রাখেন। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন উপ-পরিচালক নজরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সমিতির হিসাব রক্ষক রফিকুল ইসলাম ও বিলিং সহকারী পারভীন আক্তার। সভায় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার উপস্থিত থাকলেও অসুস্থ্যতার কারণে তিনি বক্তব্য দেননি।
এ সময় সমিতি পরিচালনা বোর্ড ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ এবং বিভিন্ন এলাকার গ্রাহকগণ উপস্থিত ছিলেন। সভায় নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারীদের মধ্যে লটারী করে ৭৭জন গ্রাহক ও প্রতিষ্ঠান প্রধানকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, বিগত ১০/৫/১৯৯৯ তারিখে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি আনুষ্ঠানিক বিদ্যুতায়ন শুরু করে। বর্তমানে রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়নের ১০৩১টি গ্রামের প্রতিটিই পল্লী বিদ্যুতের আওতায় রয়েছে। আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য ক্যাটাগরী মিলিয়ে মোট গ্রাহক সংখ্যা ১লক্ষ ৯৩হাজার ৬৬জন।