Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কালুখালীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

॥মনির হোসেন॥ সারা দেশের ন্যায় কালুখালী উপজেলাতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল ৩০শে জানুয়ারী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, বাড়ী, মন্দির ও পাড়া-মহল্লার মন্ডপগুলোতে পূজা শুরু হয়। ভক্তবৃন্দ বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেবীর চরণে অঞ্জলী নিবেদন করে লেখাপড়ায় ভালো করার প্রার্থনা জানায়।
এছাড়াও প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় আরতী ও আলোকসজ্জাসহ নানা আয়োজন করা হয়।
কালুখালী কলেজ, রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয়, খাগজানা উচ্চ বিদ্যালয়, ভবাণীপুর সর্বজনীন পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সর্বত্র সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
পূজারীরা জানান, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করে বিদ্যা, বুদ্ধি অর্জনের জন্য ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্তুতে’ মন্ত্র উচ্চারণ করে দেবীর চরণে প্রণতি জানানো হয়।