Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রদান

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা খানমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২৯শে জানুয়ারী বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রাক্তন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক পৌর কমিশনার সিরাজুল ইসলাম, অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহম্মেদ ফারুক, ১০ম শ্রেণীর ছাত্রী জেরিন রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বিদায়ী প্রধান শিক্ষকের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফেরদৌস আরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ। এ সময় ব্যবসায়ী খলিলুর রহমান ও নারী উদ্যোক্তা শামসুন্নাহার চৌধুরীসহ অন্যান্য অতিথিগণ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় এই মহাবিশ্বে যেমন সব কিছুর আগমন ঘটে তেমনিভাবে একটা সময় অতিবাহিত করার পর তার প্রস্থানও ঘটে। ঠিক সেভাবেই আজকে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের সবার প্রিয় সৎ, বিনয়ী, কর্মপাগল, প্রকৃতি প্রেমী সাইদা খানম অবসরে যাচ্ছেন। যা আমদের জন্য একদিকে বেদনার, আবার তার সাফল্যের কাথা চিন্তা করলে অত্যন্ত আনন্দের। এই বিদ্যালয়টিকে ভঙ্গুর অবস্থা থেকে টেনে তোলার জন্য প্রয়াত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী যে সূচনার বীজ বপন করেছিলেন, তার অবসরের পর সেই দায়িত্ব আমার সাথে কাঁধে তুলে নিয়েছিলেন সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক সাইদা খানম। আজকে বিদ্যালয়ের উন্নতিতে যে সাফল্য তার পেছানে সাবেক প্রধান শিক্ষকসহ বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন ও অন্যান্য শিক্ষকদের অবদান রয়েছে। আমাদেরকে এবং বিদায়ী প্রধান শিক্ষক সাইদা খানমকে বিদ্যালয়টিকে আজকের এই পর্যায়ে আনতে যে কঠোর পরিশ্রম করতে হয়েছে সেটি সার্থক হবে তখনই যখন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়াসহ সবদিক দিয়ে রাজবাড়ী জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আশা করি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হাসানের সঠিক দিক-নির্দেশনায় শিক্ষার্থীরা সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। হয়তো সেদিন আর বেশী দূরে নয়, যেদিন ইয়াছিন উচ্চ বিদ্যালয় সব দিক দিয়ে রাজবাড়ী জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিণত হবে। এছাড়াও তিনি বিদ্যালয়ের উন্নতি ও সুন্দরভাবে গড়ে তোলার পিছনে বিদায়ী প্রধান শিক্ষক সাঈদা খানমের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে যে কোন প্রয়োজনে ডাকলে তিনি যেন আসেন সেই অনুরোধ জানান।
বিদায়ী প্রদান শিক্ষক সাইদা খানম তার বক্তব্যে বলেন, বিদ্যালয়টি আজকে যে ভালো অবস্থায় এসেছে তার জন্য শুধু আমি একা না-বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যগণ, শিক্ষক মন্ডলী-শিক্ষার্থী সকলেরই অবদান রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায়ই বিদ্যালয়টি রাজবাড়ীর জেলার মধ্যে অন্যতম ভালো একটি বিদ্যালয় হিসেবে পরিচিতি পেয়েছে। এ জন্য আমি আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
অন্যান্য বক্তাগণও বিদ্যালয়ের সার্বিক উন্নতিতে বিদায়ী প্রধান শিক্ষক সাঈদা খানমের অবদান তুলে ধরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা পর্বের শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক সাঈদা খানমকে বিশেষ উপহারসহ ফুলে ফুলে ভালোবাসায় সিক্ত করে বিদায় জানানো হয়।