Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নিউইয়র্কে ডেমোক্রেটিক ক্লাবের আয়োজনে সাংবাদিকদের সৌজন্যে ‘ধন্যবাদ জ্ঞাপন পার্টি’

॥নিউইয়র্ক প্রতিনিধি॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সৌজন্যে ‘ধন্যবাদ জ্ঞাপন পার্টি’ করেছে বাংলাদেশী ডেমোক্রেটদের সংগঠন ‘নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব’।
গত ২৩শে জানুয়ারী রাতে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোর্শেদ আলম। তিনি বলেন, ‘সামনে এগিয়ে চলার পথপ্রদর্শক হিসেবে আবির্ভূত হয়েছেন সাংবাদিকরা। তাদের জন্যই আজকের এ আয়োজন’।
‘নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম’-এর সভাপতি আহনাফ আলম বলেন, ‘আমরা শতভাগ সফলতা অর্জনে সক্ষম হবো, যদি কমিউনিটির সব তরুণ-তরুণী আমাদের প্লাটফর্মে জড়ো হন। বহুজাতিক এ সমাজে নিজের অধিকার ও মর্যাদা সুসংহত রাখতে এমন জোটবদ্ধতার বিকল্প নেই। এ ক্ষেত্রে গণমাধ্যমগুলোর ভূমিকাও অপরিসীম। সাম্প্রতিক সমাবেশের পর সংশ্লিষ্টরা সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে আমিও সশ্রদ্ধ সালাম জানাচ্ছি সাংবাদিকদের’।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ‘নিউ আমেরিকান্স উইমেন ফোরাম’-এর নির্বাহী সহ-সভাপতি শিরিন কামাল, ‘নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব’-এর উপদেষ্টা হুসনে আরা হাসি, সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ, সহ-সভাপতি গোলাম মোস্তফা খান মিরাজ, তৃণমূলের ডেমোক্রেট হাসান আলী প্রমুখ।
অনুষ্ঠানে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুস সালাম, রীনা সাহা ও লুলু মনসুরা, ‘উইমেন ফোরাম’-এর নির্বাহী পরিচালক রোমানা জেসমিন, সহ-সভাপতি সালেহা আলম, সেলিনা খানম, ডালিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ সালমা ফেরদৌস ও নির্বাহী সম্পাদক রূপা আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানান ‘বাংলাদেশ প্রতিদিন’-এর উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা লাবলু আনসার। তিনি আগামী নভেম্বরের জাতীয়, অঙ্গরাজ্য ও সিটি প্রশাসনের নির্বাচনে যে সব বাংলাদেশী-আমেরিকান লড়ছেন তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।