Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী-ফরিদপুরের ভাঙ্গা রেলপথে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু

॥মাহবুব হোসেন পিয়াল॥ রাজবাড়ী-ভাঙ্গা(ফরিদপুর) রেলপথে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ২৭শে জানুয়ারী সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি এই ট্রেনের উদ্বোধন করেন। এ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভাঙ্গা রেল স্টেশনে উদ্বোধন অনুষ্ঠানটি বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়।
রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আসলাম মোল্লা, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান এবং ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেলা সোয়া ১১টায় ভাঙ্গা থেকে ট্রেনটি রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোন এলাকার উন্নয়ন হতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে রেল যোগাযোগের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু ’৭৫ পরবর্তী সরকার রেল বন্ধ করার পরিকল্পনা নিয়েছিল।
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবুর রহমান বলেন, ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের কাজ ২০১০ সালের জুলাই মাসে শুরু হয়ে ২০১৯ সালের জুন মাসে শেষ হয়।
উল্লেখ্য, দিনে ৪বার রাজবাড়ী থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেনটি চলাচল করবে।