Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি থানার প্রথম মহিলা ওসি হাসিনা বেগমের দায়িত্বগ্রহণ

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় প্রথমবারের মতো একজন নারী অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর হাসিনা বেগম।
গতকাল ৩রা জুন বেলা ১১টায় তিনি বালিয়াকান্দি থানার বিদায়ী ওসি মোঃ জাহিদুল ইসলাম,পিপিএম এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
ইন্সপেক্টর হাসিনা বেগম ১৯৯৭ সালে পুলিশ বাহিনীতে এস.আই পদে যোগদান করেন। ২০০৫ সালে তিনি কঙ্গো, ২০০৯ সালে সুদান এবং ২০১৫ সালে হাইতি মিশনে কাজ করেন। সুদানে থাকা অবস্থায় তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। বালিয়াকান্দি থানায় যোগদানের আগে তিনি পাংশা থানার পরিদর্শক(তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ী বরিশাল জেলার হিজলা এলাকায়। তার স্বামী ফয়জুল হক শাকিল একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। নোশিন তাবাচ্ছুম জেরিন নামে তার নবম শ্রেণীতে পড়–য়া একটি কন্যা সন্তান রয়েছে।
গতকাল ৩রা জুন বালিয়াকান্দি থানার দায়িত্বভার গ্রহনের পর ওসি হাসিনা বেগম থানা এলাকার অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা জানান, রাজবাড়ীতে নারী পুলিশ সুপার থাকলেও জেলার ৫টি থানায় ইতিপূর্বে কোন নারী ওসি ছিল না। এবারই প্রথম তাকে নিয়োগ দেওয়া হলো। তিনি একজন চৌকস নারী পুলিশ কর্মকর্তা।