Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ১জন গ্রেফতার

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশ গত ২১শে জানুয়ারী রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী শাওন মোল্লা(২৩) গ্রেপ্তার হয়েছে।
কালুখালী থানার এস.আই মাহবুব রহমান জানান, গত ২১শে জানুয়ারী রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাওরাইল ইউনিয়নের বি-কয়া(চারাখালী) গ্রামের কবরস্থানের পাশের পাকা রাস্তার উপর একদল সশস্ত্র সন্ত্রাসী অপরাধমূলক কার্যকলার করার পরিকল্পনা করছে। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে শাওন মোল্লাকে গ্রেপ্তার এবং ১টি দেশীয় তৈরী শটগান, ২টি কার্তুজ(গুলি) ও ১টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ সময় শাওনের সাথে থাকা অন্যান্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত শাওন মোল্লা বি-কয়া (চারাখালী) গ্রামের আনোয়ার হোসেন মোল্লার ছেলে।
এ ঘটনায় অস্ত্র আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।