Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

॥মোক্তার হোসেন॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার শতবর্ষের ঐতিহ্যবাহী সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বুধবার সকালে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা (কার্তিক সাহা)’র পক্ষ থেকে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ১২০ জন ছাত্র-ছাত্রী এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ৭৪জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সেই সাথে নবীনবরণ ও বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহাম্মদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় পরচালনা কমিটির সভাপতি উত্তম কুমার সাহা (কার্তিক সাহা) বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান ও মিজানুর রহমান বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন সহকারী শিক্ষক ওমর আলী ও ইয়াসীর আরাফাত।
প্রধান অতিথি কার্তিক সাহা বিদ্যালয়ের অতীত ঐতিহ্য অব্যাহত রাখতে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সমন্বিত প্রচেষ্টার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।