র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ১৫ই জানুয়ারী রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কছিম উদ্দিনের পাড়ায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা দৌলত শেখ (৩৪)কে গ্রেফতার করেছে। সে ওই এলাকার লাল মিয়া শেখের ছেলে। গ্রেফতারের পর র্যাব তাকে ফরিদপুর ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে -মাতৃকণ্ঠ।
দৌলতদিয়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ বিক্রেতা গ্রেপ্তার
