॥শেখ মামুন॥ রাজবাড়ী থানা পুলিশের একটি দল গতকাল ১৫ই জানুয়ারী দুপুরে শহরের কাজীকান্দা ব্যাংক পাড়া থেকে ফেনসিডিলসহ বিক্রেতা সাগর শেখ (২৭)কে গ্রেপ্তার করেছে।
এ সময় পুলিশ তার দখল থেকে ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। গ্রেপ্তারকৃত সাগর শেখ ব্যাংক পাড়ার খোকন শেখের ছেলে।
রাজবাড়ী থানার এস.আই হিরণ কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুর ১টার দিকে কাজীকান্দা ব্যাংকপাড়ার জালাল উদ্দিনের ফুচকার দোকানের সামনে প্রথমে ৬ বোতল ফেন্সিডিলসহ সাগর শেখকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে তার দখলে আরও ফেন্সিডিল থাকার কথা স্বীকার করে। পরে তাকে সাথে নিয়ে নিজ বাড়ীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ীর কাজীকান্দা ব্যাংকপাড়া থেকে ফেন্সিডিলসহ বিক্রেতা গ্রেপ্তার
