॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলন আজ ১২ই জানুয়ারী বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার,এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন জকি, ওবায়দুর রহমান চুন্নু ও রোকনুজ্জামান রোকন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশরাফুল হক ঝন্টু, পাংশা উপজেলা জাসদের সভাপতি সাইফুল ইসলাম দিরাজ ও জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ লাল। সভাপতিত্ব করবেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ নিজাম মন্টু এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মুনিরুল হক মুনির।
রাজবাড়ী জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলন আজ
