Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কালুখালীতে নানা কর্মসূচী পালিত

॥মনির হোসেন॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১১ই জানুয়ারী নানা কর্মসূচী পালিত হয়।
সকাল ১০টায় কালুখালী উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নূরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) সহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, উপজেলা সমবায় কর্মকর্তা হেলাল উদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, আইসিটি কর্মকর্তা মিরাজুল ইসলাম, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান হালিমা বেগম, কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহমেদ ও রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলীসহ অন্যান্যরা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
এরপর একই স্থানে বেলা সাড়ে ১১টায় ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা, বিকাল ৩টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শন, ঢাকায় অনুষ্ঠিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এর কনসার্ট বড় পর্দায় প্রচার ও আতশবাজী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।