॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গতকাল ১১ই জানুয়ারী বিকাল ৩টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন চরসাদীপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ হানিফ খাঁ(৩৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হানিফ খাঁ চরসাদীপুর পশ্চিমপাড়ার হাবিল খাঁর ছেলে। গ্রেফতারের পর র্যাব তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দৌলতপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
দৌলতপুর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
