Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে আনুষ্ঠানিকভাবে মুজিববর্ষের কাউন্টডাউন শুরু

॥চঞ্চল সরদার॥ স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও আনুষ্ঠানিকভাবে মুজিববর্ষের কাউন্টডাউন(ক্ষণগণনা) শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উপলক্ষে বছরব্যাপী মুজিববর্ষ উদযাপনের জন্য গতকাল ১০ই জানুয়ারী বিকেলে ক্ষণগণনার উদ্বোধন করেন। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু ১৯৭২ সালের এই দিনে দেশে ফিরে আসেন।
প্রধানমন্ত্রী রাজধানী ঢাকার পুরাতন বিমান বন্দরে আয়োজিত এক বণার্ঢ্য অনুষ্ঠানে মুহুর্তটিকে বঙ্গবন্ধু’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে উৎসর্গ করে বলেন, ‘আমি ক্ষণগণনার শুভ উদ্বোধন ঘোষণা করছি।’ বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে তাঁর স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রথম পা রাখেন এই স্থানেই।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণ জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে মযার্দার আসনে অধিষ্ঠিত করবে। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের হাতে বিজয়ের মশাল তুলে দিয়েছেন, আমরা এখন এই বিজয় নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
‘প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা’ উদ্বোধন উপলক্ষে রাজবাড়ীতে গতকাল ১০ই জানুয়ারী বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের আম্রকানন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বড় পর্দায় উক্ত অনুষ্ঠান সম্প্রচার করার পাশাপাশি একই সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত ক্ষণগণনা যন্ত্রে ক্ষণগণনা (কাউন্টডাউন) কার্যক্রম শুরু হয়।
এ সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার), সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, সনাকের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ক্ষণগণনা শুরুর প্রাক্কালে জেলা শিল্পকলা একাডেমীর ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আতশবাজী ফোটানো হয়।