॥রঘুনন্দন সিকদার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পূর্বে রাজবাড়ী থেকে বাইসাইকেল চালিয়ে বালিয়াকান্দির নারুয়ায় গিয়েছিলেন। তার সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
গতকাল ১০ই জানুয়ারী বিকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’র ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এই বাইসাইকেল বিতরণ করা হয়। বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) রবিউল হক, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক বিধান কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর রচিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।