Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ৯ই জানুয়ারী সকাল থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ক্রীড়া ইভেন্টগুলোর এবং টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ভবনে সাংস্কৃতিক ইভেন্টগুলোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকালে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ভবনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার।
বক্তাগণ শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার আহ্বান জানান। এছাড়াও বক্তাগণ শিক্ষার্থীরা যাতে মাদক ও বাল্য বিবাহের শিকার না হয় সে ব্যাপারে অভিভাবকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মোস্তফা। এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার নৃপেন্দ্রনাথ সরকার, মোশারফ হোসেন, আব্দুস সালাম মন্ডল ও শাহীন শেখ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী এবং টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্সসহ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিযোগিতার ৮০টি ইভেন্টের বিজয়ী ৩ জন করে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে ৮০টি ইভেন্টের ১ম স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স এবং সহকারী শিক্ষক খোন্দকার আব্দুল জাহাঙ্গীরসহ অন্যান্য শিক্ষকগণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।