॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে গতকাল বুধবার অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে গোয়ালন্দ উপজেলার নলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে চ্যাম্পিয়ন হয়।
জানা যায়, গতকাল রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে ফাইনাল খেলায় গোয়ালন্দের নলিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জেলার কালুখালী উপজেলার শ্যাম সুন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলায় প্রথমার্ধে নির্ধারিত সময়ের আগেই গোয়ালন্দের নলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অধরা আক্তারী প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে কালুখালীর শ্যাম সুন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে গোলটি শোধ করার আগেই নলিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যুথি আক্তার দ্বিতীয় গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যায়। নির্ধারিত সময় শেষ হলেও শ্যাম সুন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল পরিশোধ করতে না পারায় নলিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া টুর্নামেন্টের জেলা পর্যায়ে সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হয় নলিয়া পাড়ার অধরা আক্তারী। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফরী। চ্যাম্পিয়ন নলিয়া পাড়া দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ক্রিড়া শিক্ষক ও প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মোবাশে^র হাসান। এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমীন করিমী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম ও আমিনুল ইসলাম, জেলা মনিটরিং কর্মকর্তা আতাউর রহমানসহ জেলার সকল উপজেলা পর্যায়ে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক বৃন্দ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল নলিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোয়ালন্দে ফিরে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু প্রত্যেককে অভিনন্দন জানিয়ে পুরস্কৃত করেন। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি ও প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি মুহাম্মদ বাবর আলীসহ বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।