Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ইত্তেফাকের সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে বিচারাধীন মানহানীর মামলা প্রত্যাহার

॥স্টাফ রিপোর্টার॥ দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন ও রিপোর্টার মেহেদী হাসানের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে বিচারাধীন মানহানীর মামলা প্রত্যাহার করা হয়েছে।
ইত্তেফাকের রাজবাড়ী প্রতিনিধি মাহফুজুর রহমান জানান, ‘মামলার বাদী কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু গতকাল ৭ই জানুয়ারী সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে মামলাটি প্রত্যাহার করে নেন।
এর আগে মামলা প্রত্যাহারের বিষয়ে ইত্তেফাকের সম্পাদক ও রিপোর্টারের সাথে রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম ও তার পুত্র আশিক মাহমুদ মিতুল এবং মামলার বাদী মিজানুর রহমান মজনুর সৌহার্দ্য পূর্ণ আলোচনার মাধ্যমে সমঝোতা হয়।’
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গত ২২/০৩/২০১৭ইং তারিখে দৈনিক ইত্তেফাকে ‘অনেক মন্ত্রী-এমপির স্বজনেরা বেপরোয়া ঃ চলছে দখল, টেন্ডারবাজী, সংখ্যালঘু নির্যাতন॥সরকারের উন্নয়ন ম্লান হচ্ছে-মনোনয়নের ঝুঁকিতে ৭০ এমপি’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদের একাংশে ‘রাজবাড়ী-২ আসনের এমপির নাম ব্যবহার করে অবাধে অবৈধ কাজ করে যাচ্ছে এমপির স্ত্রীর খুব কাছের মানুষ মনজু’ উল্লেখপূর্বক তাদেরকে জড়িয়ে বিভিন্ন অসত্য তথ্য পরিবেশন করা হয়। এতে ক্ষুদ্ধ হয়ে পরদিন ২৩/০৩/২০১৭ইং তারিখে মিজানুর রহমান মজনু বাদী হয়ে রাজবাড়ীর ১নং আমলী আদালতে ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন ও রিপোর্টার মেহেদী হাসানের বিরুদ্ধে মানহানীর অভিযোগে মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশের তদন্তে সংবাদের উল্লেখিত তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলাটি আমলে নিয়েছিল আদালত।