Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে গতকাল ৭ই জানুয়ারী সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। আগামী ১১ই জানুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) অনুষ্ঠিত হবে।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসাম্মৎ আনজুয়ারা খাতুন সুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলাম, পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বছির উদ্দিন, পাংশা মডেল থানার এসআই মামুন-অর-রশিদ ও পাংশা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডাঃ এমএম আখিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ সুপ্রভ আহমেদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য তদারকী কর্মকর্তা মোঃ তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, এবারে পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ২৬৫টি টিকাদান কেন্দ্র (অস্থায়ী), ১টি স্থায়ী টিকাদান কেন্দ্র ও ১টি অতিরিক্ত টিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২হাজার ৯১৬জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ২৫হাজার ৬৬১জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচীতে শিক্ষকসহ ৫৩০জন স্বেচ্ছাসেবক, ৯৯জন পর্যবেক্ষক সুপারভাইজার, ৩৩জন ১ম সারির সুপারভাইজার, ১১জন ২য় সারির সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।
সভায় আগামী ১১ই জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে কর্মসূচী বাস্তবায়নে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।