॥চঞ্চল সরদার॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ৬ই জানুয়ারী সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম বক্তব্য রাখেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ফজলুল করিম এবং ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান।
আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের ছাত্র মাহমুদ নেওয়াজ, ওয়াসিফ রহমান, প্লাবন মোল্লা ও রায়হান তালুকদার। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কেউ মাদকে আসক্ত হবে না। মাদক গ্রহণ করলে এখনকার মতো প্রাণবন্ত থাকতে পারবে না। মাদকাসক্তরা সবসময় হতাশায় থাকে, ঝিমায়। সিগারেট হচ্ছে মাদকের প্রথম ধাপ। এ জন্য কোন অবস্থাতেই মাদকাসক্ত হওয়া যাবে না। বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে বা কৌতুহলের বশে সিগারেটে টান দেয়া যাবে না।
তিনি আরও বলেন, ২০২০ সাল আমাদের জন্য খুবই তৎপর্যপূর্ণ একটি বছর। এ বছর আমরা মুজিববর্ষ উদযাপন করবো। আগামী ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিনটি জাতির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সেদিনকার জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করবে। আমরা সবাই মিলে বড় পর্দায় জাতীয় অনুষ্ঠান দেখবো।
আলোচনা সভার শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথবাক্য পাঠ করান।