॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি, এলাকার উন্নয়নের রূপকার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল শনিবার ৪ঠা জানুয়ারী দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাংশা শহরে দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানা যায়, গতকাল শনিবার ছিল বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে শনিবার দুপুরে পাংশা শহরের ব্যস্ততম এলাকা মাহমুদ প্লাজার সামনে সড়কে ভ্যান চালক, রিক্সা চালকসহ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী পালন করে তারা।
কম্বল বিতরণের খবর পেয়ে শতশত ভ্যান-রিক্সা চালক ও বিভিন্ন বয়সের দরিদ্র নারী-পুরুষ সেখানে ভিড় জমায়। ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে দরিদ্র শীতার্ত লোকজনের হাতে কম্বল তুলে দেয়। জীবন-জীবিকার টানে বাজারে এসে আকস্মিক ভাবে কম্বল পেয়ে খুশি হয় ভ্যান-রিক্সা চালকসহ দরিদ্র পরিবারের লোকজন।
রাস্তায় নেমে দরিদ্র শীতার্ত লোকজনের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী গোবিন্দ কুন্ডু, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসএসিএমও মনোয়ার হোসেন জনি, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, পাংশা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, পাংশা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আল মামুন, পাংশা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পাংশা পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহেদ আলী ও পাংশা পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহম্মদ জুয়েলসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বাজারের মধ্যে সড়কে দাঁড়িয়ে শতশত ভ্যান-রিক্সা চালকসহ নারী-পুরুষ দরিদ্র পরিবারের শীতার্থ লোকজনের মাঝে কম্বল বিতরণ ছাত্রলীগের ব্যতিক্রমধর্মী কর্মসূচী বলে অভিমত জানায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
কম্বল বিতরণের শুরুতে নেতৃবৃন্দ জানায়, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি, এলাকার উন্নয়নের রূপকার বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমে’র সার্বিক ব্যবস্থাপনায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দরিদ্র শীতার্থ লোকজনের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।