॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল ৪ঠা জানুয়ারী দুপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালী, জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উত্তোলন, কেককাটা, আলোচনা সভা ও দরিদ্র শীতার্থ লোকজনের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচী শুরু করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ জাতীয় পতাকা এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ ছাত্রলীগের সাংগঠনিক পতাকা উত্তোলন করেন।
পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ সহিদুল ইসলাম সেলিম, পাংশা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, পাংশা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আল মামুন, পাংশা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পাংশা পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহেদ আলী ও পাংশা পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহম্মদ জুয়েলসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আল মামুন।
বক্তারা বলেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের আন্তরিক সহযোগিতা এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, পাংশা তথা রাজবাড়ী জেলায় তৃণমূলে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের বলিষ্ঠ নেতৃত্ব, বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের দিক-নির্দেশনায় ছাত্রলীগ সু-সংগঠিত হয়েছে। মুজিববর্ষ পালনসহ দলীয় নানা কার্যক্রম পরিচালনায় কার্যকরী ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।