॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক একেএম এহসান প্রিন্স। গত ২রা জানুয়ারী বাংলাদেশ ব্যাংকের এক অফিস আদেশে তাকে এই পদোন্নতি দেয়া হয়।
রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকার আলী আজগার মিয়ার ছেলে একেএম এহসান প্রিন্স ১৯৯৬ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ভারত, অস্ট্রেলিয়া, ইতালী, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এছাড়াও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ রিকগনিশন অ্যাওয়ার্ড লাভ করেন।
শিক্ষা জীবনে তিনি রাজবাড়ী সরকারী কলেজ থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স-মাস্টার্স, পরবর্তীতে বেসরকারী একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয় থেকে ফরেনসিক একাউন্টিং কোর্স সম্পন্ন করেন।