॥সোহেল মিয়া॥ গত ২রা জানুয়ারী রাতের বৃষ্টিতে রাজবাড়ী জেলার ইটভাটাগুলোর ক্ষতি হলেও খুশি হয়েছে পেঁয়াজ, গম, সরিষাসহ বিভিন্ন ফসলের চাষীরা।
ইটভাটা মালিকরা জানান, হঠাৎ বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হয়ে তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন।
অপরদিকে কৃষি বিভাগের কর্মকর্তাগণ জানান, এ বৃষ্টি কৃষকদের জন্য মঙ্গল বয়ে আনবে।
গতকাল ৩রা জানুয়ারী সকালে কয়েকটি ইটভাটা ঘুরে দেখা গেছে, বৃষ্টির থেকে বাঁচাতে প্রস্তুতকৃত কাঁচা ইটগুলোকে বড় বড় পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। তারপরও বৃষ্টিতে অনেক ইট নষ্ট হয়ে গেছে।
আলমগীর মোল্লা নামে বালিয়াকান্দির একজন ইটভাটা মালিক বলেন, অসময়ের এই বৃষ্টিতে আমার ভাটার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার মতোই জেলার প্রতিটি ইটভাটারই কম-বেশী ক্ষতি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল কৃষ্ণ দাস বলেন, যে চাষীরা পেঁয়াজ লাগানোর জন্য প্রস্তুতি নিয়েছেন তারা এ বৃষ্টিতে উপকৃত হবেন। কারণ তাদের আপাতত আর সেচ দেওয়া লাগবে না। তবে মুড়িকাটা পেঁয়াজ চাসীদের কিছুটা ক্ষতি হবে। কারণ বৃষ্টির জন্য তারা আপাতত মুড়িকাটা পেঁয়াজ ঘরে তুলতে পারবেন না। তাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। গম ও সরিষার জন্যও এই বৃষ্টি উপকারে আসবে।