॥হেলাল মাহমুদ॥ বাল্য বিবাহ বিরোধী ব্যতিক্রমী লাল সাইকেল প্রচারণা চালিয়ে যাচ্ছেন বগুড়ার আনোয়ার হোসেন তালুকদার(৫৫)। ২০১৫ সালের ১৫ই জানুয়ারী থেকে এই প্রচারণা শুরুর পর ইতিমধ্যে তিনি দেশের ৬৪টি জেলা ও ২২৮টি উপজেলা ভ্রমণ করেছেন।
গতকাল ২রা জানুয়ারী বিকালে আনোয়ার হোসেন তার লাল সাইকেলযোগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে পৌঁছে বাল্য বিবাহ বিরোধী প্রচারণা চালান। এ সময় তিনি বাল্য বিবাহের কুফল সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং এর বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। সাইকেলের পাশাপাশি তার পরিধেয় কাপড়-চোপড়, টি-শার্ট, জুতা, পতাকা ও ক্যাপ সবই লাল রঙের। এছাড়া টি-শার্ট ও সাইকেলের সামনের ক্যারিয়ারের সাথে লাগানো ছোট সাইনবোর্ডে ‘হতে চাই না বিয়ের পাত্রী-হতে চাই স্কুলের ছাত্রী’; ‘থাকলে শিশু বিদ্যালয়ে-হয় না বিয়ে বাল্য কালে’; ‘থাকলে শিশু পড়ায়-ভালো হবে জীবন গড়ায়’; ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-সহায়তা করুন বাল্য বিয়ে বন্ধ করার’ ইত্যাদি নানা শ্লোগান লেখা রয়েছে।
আলাপকালে আনোয়ার হোসেন বলেন, নিজের ঘনিষ্ঠ স্বজন ও পরিচিতদের কয়েকটি বাল্য বিবাহের করুণ পরিণতি দেখার পর আমি এর বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেই। সে অনুযায়ী নিজের ফার্নিচারের দোকান বিক্রি করে বিশেষভাবে লাল সাইকেলটি তৈরী করে দেশব্যাপী ভ্রমণ করা শুরু করি। বাল্য বিবাহের বিরুদ্ধে গণজাগরণ তৈরী করতে চাই। ‘নিজের সাইকেল-পোশাকসহ সবকিছু লাল কেন’-জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, লাল রং হলো বিপদের সংকেত। এ জন্য লাল রং দিয়ে আমি বাল্য বিবাহের বিপদ বোঝাতে চেয়েছি। আমার মতে, মেয়েদের বয়স ১৬ বছর হলে বিয়ে দেয়া উচিত। গরীব-মেধাবী মেয়েদের সরকারীভাবে বিয়ের ব্যবস্থা করলে সমস্যা অনেকটাই দূর হবে। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সরকারী দপ্তরসহ সকলের সহযোগিতা কামনা করছি।