Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী-সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত

॥চঞ্চল সরদার॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী ও সপ্তাহ ব্যাপী ভ্রাম্যমান সংঙ্গীতানুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল ২রা জানুয়ারী সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধনের পর বের করা হয় র‌্যালী। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেখানে মাদক বিরোধী সঙ্গীত পরিবেশনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার), জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলসুপার আনোয়ারুল করিম, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।