Site icon দৈনিক মাতৃকণ্ঠ

উড়াকান্দার ফোর মার্ডার মামলার আসামী আলমগীর বিদেশী পিস্তল-গুলিসহ গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দার আলোচিত ফোর মার্ডার মামলার অন্যতম আসামী ও নিষিদ্ধ চরমপন্থী সংগঠন এমবিআরএমের সদস্য আলমগীর খান (৩৫)কে সদর থানার পুলিশ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে।
জানাগেছে, সদর থানার পরিদর্শক(তদন্ত) মোঃ কামাল হোসেন ভুঁইয়া জানান, গতকাল ২৩শে মে সন্ধ্যা ৭টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আলমগীর অটোরিক্সাযোগে রাজবাড়ী শহরের দিকে আসছে। এ খবর পাওয়ার সাথে সাথে তার নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দাদশী ইউনিয়নের আগমাড়াই এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিক্সা থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধারওয়া করে তাকে ধরা হয়। এ সময় তার কাছ থেকে আমেরিকার তৈরী ১টি নাইন এমএম পিস্তল ও ৫রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভুঁইয়া আরো জানান, ২০১০ সালে উড়াকান্দা বাজারে সংঘটিত আলোচিত ফোর মার্ডারের সে অন্যতম আসামী। সেই মামলায় গ্রেফতারকৃত আসামীদের আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে আলমগীরের নাম রয়েছে। সে গোপালবাড়ী গ্রামের মোসলেম খানের ছেলে।