Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব

॥চঞ্চল সরদার॥ নতুন বছরের প্রথম দিনে গতকাল ১লা জানুয়ারী সকালে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল হাসান খান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আমরা একটা নতুন বছর শুরু করতে যাচ্ছি। বিগত বছরের চেয়ে এ বছর সবাইকে আরও ভালোভাবে লেখাপড়া করতে হবে। এ বছর এই স্কুলের শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় জেলার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। আগামীতে আরও ভালো রেজাল্ট করতে হবে। জেএসসিতে ৪৬ জন জিপিএ-৫ পেয়েছে, এসএসসিতে এই সংখ্যা আরও বেশী হতে হবে। আমরা উন্নত দেশ হওয়ার চেষ্টা করছি। আর উন্নত দেশ হতে হলে শিক্ষা ছাড়া কোন বিকল্প নাই। মেয়েরাও ছেলেদের সাথে সমানতালে দেশকে সামনে দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। সন্তানদের লেখাপড়ার ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। সকলকে ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে। মানুষের প্রতি মানবিক হতে হবে। শুধু গাইড বই না পড়ে পাঠ্যবইগুলো ভালোভাবে পড়তে হবে। শিক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করতে হবে। তাহলেই সামনের দিনে এগিয়ে যেতে পারবে।