॥শেখ মামুন॥ রাজবাড়ীর পুলিশ লাইন্স সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ১লা জানুয়ারী সকালে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আর.আই) আবু জাফরসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব
