॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে গতকাল ১লা জানুয়ারী দুপুরে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুবায়েরা জহুর প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, এবার এই স্কুলের জেএসসির রেজাল্ট খারাপ হয়েছে। শিক্ষার্থীরা কম জিপিএ-৫ পেয়েছে। আগামীতে শিক্ষার্থীদের ভালো করতে হবে। নিয়মিত স্কুলে আসতে হবে। ঠিকমতো লেখাপড়া করতে হবে। গাইড বই যতটা সম্ভব কম পড়ে মূল বই বেশী পড়তে হবে। অভিভাবকদের সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে। তারা কী করছে, কোথায় যাচ্ছে, খারাপ পথে যাচ্ছি যাচ্ছে কিনা দেখতে হবে।