Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার পাসের হার ৯৪.২০ ও ৯৬.৪৭ শতাংশ

॥স্টাফ রিপোর্টার॥ গতকাল ৩১শে ডিসেম্বর প্রকাশিত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলে রাজবাড়ী জেলার পরীক্ষার্থী সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।
প্রাথমিক ও ইবতেদায়ীতে পাসের হার যথাক্রমে ৯৪.২০ ও ৯৬.৪৭ শতাংশ। এছাড়া প্রাথমিকে ১৭১৭ ও ইবতেদায়ীতে ১৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এ বছর রাজবাড়ী জেলার ১৮৮০২ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ১৮৪২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৭৩৬০ জন পাস করেছে এবং ১০৬৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
অপরদিকে ১৬৩১ জন ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ১৩৫৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৩১০ জন উত্তীর্ণ এবং ৪৮ জন অকৃতকার্য হয়েছে। উপজেলা ভিত্তিক ফলাফল নিম্নরূপ-
রাজবাড়ী সদর উপজেলা ঃ রাজবাড়ী সদর উপজেলার ৫৯৭৬ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ৫৮৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫৪৮৫ জন পাস করেছে এবং ৩৬৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯৩.৭৯%। অপরদিকে ৫৫৭ জন ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ৪৭৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪৪৮ জন উত্তীর্ণ এবং ২৯ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯৩.৯২%।
গোয়ালন্দ উপজেলা ঃ গোয়ালন্দ উপজেলার ২১০০ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ২০৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৮৪১ জন পাস করেছে এবং ১২৬ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯০.৪২%। অপরদিকে ১০৯ জন ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৯১ জনই উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১০০%।
পাংশা উপজেলা ঃ পাংশা উপজেলার ৪৩৫২ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ৪২৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪০৭৭ জন পাস করেছে এবং ২১৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯৪.৯০%।
অপরদিকে ৫৪৫ জন ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ৪৫৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪৪০ জন উত্তীর্ণ এবং ১৮জন অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯৬.০৬%।
বালিয়াকান্দি উপজেলা ঃ বালিয়াকান্দি উপজেলার ৩৪৫৫ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ৩৩৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৩২৩৩ জন পাস করেছে এবং ১৫৪ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯৫.৩৬%।
অপরদিকে ২২৮ জন ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ১৮৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের ১৮৫ জনই উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১০০%।
কালুখালী উপজেলা ঃ কালুখালী উপজেলার ২৯১৯ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ২৮৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২৭২৪ জন পাস করেছে এবং ১৩৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯৫.২৭। অপরদিকে ১৯২ জন ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ১৪৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৪৬ জন উত্তীর্ণ এবং ১ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯৯.৩১%।