ইংরেজি বর্ষপঞ্জিকা আমাদের প্রাত্যাহিক জীবনে বহুল ব্যবহৃত হওয়ায় ইংরেজি নববর্ষ উদযাপন আমাদের সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যাণময়তার প্রত্যাশায় উদিত হয় নতুন বছরের নতুন সূর্য। নতুন আশা ও স্বপ্নে উদ্দীপ্ত হয় মানুষ। বুক বাঁধে পুরাতনকে পেছনে ফেলে নতুন সাফল্যের প্রত্যাশায়। বছরটি সাফল্যে উজ্জ্বল হয়ে উঠবে, মুছে যাবে ব্যর্থতার গ্লানি, এ রকম প্রত্যাশায় মানুষ উজ্জীবিত হয়।
২০২০ খ্রিস্টাব্দে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন করতে যাচ্ছি। মুুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর সোনার বাংলা গড়ে তোলার অভিপ্রায়ে ইংরেজি নববর্ষ, ২০২০ আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনে অগ্রগতি ও সমৃদ্ধি বয়ে আনুক এ প্রত্যাশা করি। নতুন বছরের আহবানে পুরাতন বছরের সব জঞ্জাল ধুয়ে মুছে যাক।
ইংরেজি নববর্ষ, ২০২০ উপলক্ষে জেলা প্রশাসন, রাজবাড়ীর পক্ষ থেকে রাজবাড়ীবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
নতুন বছরের আহ্বানে পুরনো বছরের সব জঞ্জাল ধুয়ে মুছে যাক। নতুন বছর আমাদের সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক-এ হোক আমাদের কামনা।
(দিলসাদ বেগম)
জেলা প্রশাসক
রাজবাড়ী।