Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইংরেজি নববর্ষ ২০২০ উপলক্ষে রাজবাড়ীর জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী

ইংরেজি বর্ষপঞ্জিকা আমাদের প্রাত্যাহিক জীবনে বহুল ব্যবহৃত হওয়ায় ইংরেজি নববর্ষ উদযাপন আমাদের সংস্কৃতির একটি উল্লেখযোগ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যাণময়তার প্রত্যাশায় উদিত হয় নতুন বছরের নতুন সূর্য। নতুন আশা ও স্বপ্নে উদ্দীপ্ত হয় মানুষ। বুক বাঁধে পুরাতনকে পেছনে ফেলে নতুন সাফল্যের প্রত্যাশায়। বছরটি সাফল্যে উজ্জ্বল হয়ে উঠবে, মুছে যাবে ব্যর্থতার গ্লানি, এ রকম প্রত্যাশায় মানুষ উজ্জীবিত হয়।
২০২০ খ্রিস্টাব্দে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন করতে যাচ্ছি। মুুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর সোনার বাংলা গড়ে তোলার অভিপ্রায়ে ইংরেজি নববর্ষ, ২০২০ আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনে অগ্রগতি ও সমৃদ্ধি বয়ে আনুক এ প্রত্যাশা করি। নতুন বছরের আহবানে পুরাতন বছরের সব জঞ্জাল ধুয়ে মুছে যাক।
ইংরেজি নববর্ষ, ২০২০ উপলক্ষে জেলা প্রশাসন, রাজবাড়ীর পক্ষ থেকে রাজবাড়ীবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
নতুন বছরের আহ্বানে পুরনো বছরের সব জঞ্জাল ধুয়ে মুছে যাক। নতুন বছর আমাদের সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক-এ হোক আমাদের কামনা।

(দিলসাদ বেগম)
জেলা প্রশাসক
রাজবাড়ী।