॥চঞ্চল সরদার॥ ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩৭জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৪৬জন জিপিএ-৫ পেয়েছে, যা জেলার মধ্যে সর্বোচ্চ।
গতকাল ৩১শে ডিসেম্বর দুপুরে ফলাফল প্রকাশিত হলে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীরা আনন্দ-উল্লাস প্রকাশ করে। এক শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুল থেকে এবার সবাই ভালো রেজাল্ট করেছে। সর্বোচ্চ ৪৬জন জিপিএ-৫ পাওয়ায় আমরা খুবই আনন্দিত।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, এবারের ফলাফলে আমরা স্কুলের শিক্ষকরা খুবই খুশী হয়েছি। যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
জেএসসি পরীক্ষায় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ॥৪৬ জন জিপিএ-৫ পেয়েছে
