॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল ৩০শে ডিসেম্বর দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লল হাকিম বলেন, এর আগের সভায় ১০ চাকার হেভিওয়েট ট্রাকে বালুবহন বন্ধে বেড়ী বাঁধ সড়কে গোলবার স্থাপনের সিদ্ধান্ত হলেও তা কার্যকর করা হয় নাই। ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়ী বাঁধ হেভিওয়েট ট্রাকে বালু বহনের ফলে নষ্ট হয়ে গেছে। সেখানে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এটি সংস্কারে ১২০ কোটি টাকার প্রাক্কলন নেওয়া হয়েছে। বারবার সড়ক মেরামত করা যাবে না। পদ্মা নদী থেকে বালু কাটার অপকৌশল ভন্ডুল করতে হবে। বেড়ীবাঁধ রক্ষায় যেকোনো মূল্যে হেভিওয়েট ট্রাক চলাচল বন্ধ করতে পুলিশ ও উপজেলা প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের আহবান জানান তিনি।
এমপি মোঃ জিল্লুল হাকিম আরো বলেন, আপাতত দৃষ্টিতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। পুলিশের ভালো কাজের প্রশংসা করা দরকার। বহিরাগত ও পালিয়ে থাকা সন্ত্রাসীরা যাতে এলাকায় ঢুকে অপরাধ তৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের পুলিশের কাজে সহযোগিতা করার গুরুত্বারোপ করে জিল্লুল হাকিম এমপি বলেন- সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ও সুদে কারবারীদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে আমরা ‘জিরো টলারেন্স’। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আহ্সান উল্লাহ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম বক্তব্য রাখেন।
ইউপি চেয়ারম্যানদের মধ্যে মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, পাট্টা ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুর রব(মোনা বিশ্বাস), কশবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান ও মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক বক্তব্য রাখেন। ইউপি চেয়ারম্যানগণ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে নিজ-নিজ এলাকার বর্তমান অবস্থা সম্পর্কে মতামত ব্যক্ত করেন।
সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বদ্ধপরিকর। সমন্বিত প্রচেষ্টায় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বেড়ীবাঁধ সড়কের বিভিন্ন পয়েন্টে গোলবার স্থাপন করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেন। সেই সাথে বাল্যবিয়ে বন্ধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনপ্রতিনিধিদের কার্যকরী ভূমিকা রাখার আহবান জানান।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।