॥সোহেল মিয়া॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার উপর দিয়ে প্রবাহিত গড়াই নদী শীত মৌসুমের শুরুতেই পানি শূন্য হয়ে পড়েছে।
পানি শুকিয়ে যাওয়ায় গড়াই নদীর বুকে এখন জেগে উঠেছে বড় বড় চর। নদীর পার্শ্ববর্তী এলাকার কৃষকরা পানির অভাবে জমিতে সেচ দিতে পারছে না। একইভাবে বংশানুক্রমিক জেলেরাও মাছ ধরার সুযোগ পাচ্ছে না।
সরেজমিনে নারুয়া খেয়া ঘাট এলাকাসহ নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, পুরো নদীর বুকেই জেগে উঠেছে চর। মাঝে-মধ্যে কিছুটা পানির ক্ষীণ স্রোতধারা রয়েছে।
নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা মোঃ আক্তারুজ্জামান বলেন, গত কয়েক বছর হলো গড়াই নদীতে পানিই থাকছে না। বছরের সর্বোচ্চ দুই থেকে তিন মাস পানি থাকে। শীত মৌসুমের শুরুতেই পানি শুকিয়ে নদী চৌচির হয়ে গেছে।
জঙ্গল ইউনিয়নের বাসিন্দা অমরেশ সরকার বলেন, প্রতি বছর আমরা নদী থেকে জল নিয়ে বিভিন্ন ফসলে সেচ দেই। কিন্তু এবার আগেই নদীর জল শুকিয়ে গেছে।
নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের বাসিন্দা পিকুল দাস বলেন, আমরা অনেকেই এই নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকি। কিন্তু কয়েক বছর হলো নদীতে পানিই থাকছে না। যার কারণে অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ বলেন, গড়াই নদীর উপর ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব পড়েছে। যদি আন্তর্জাতিক পানি বন্টন নীতিমালার সঠিক প্রয়োগ হতো তাহলে শুধু গড়াই না, অনেক মৃত নদীই আবার প্রাণ ফিরে পেতো।